বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সমালোচনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না, তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের চিড় ধরবে।”
বুধবার (১৬ জুলাই) চট্টগ্রামের সাগরিকা মোড় থেকে নয়াবাজার পর্যন্ত আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সাঈদ আল নোমান বলেন, “বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, তা টিকিয়ে রাখতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। স্বৈরাচার ও পরাজিত অপশক্তির ষড়যন্ত্রে পা দিলে দেশ আবার অনিশ্চয়তায় পড়ে যাবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল, যুবদলসহ লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য আমাদের নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আঘাত। এর পরিপ্রেক্ষিতে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া'র সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন: বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এম. নাজিম উদ্দিন, সাংবাদিক নেতা জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...