২০ মাসে দুই সন্তান হারাল একই পরিবার
কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর উদ্ধার হলো কিশোর মিসবাহ উদ্দিনের (১৪) মরদেহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিলংজা ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী ব্রিজের কাছে তার মরদেহ ভেসে ওঠে।
মিসবাহ স্থানীয় মাওলানা নুরুল আলমের ছেলে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল তুলতে গিয়ে নদীর স্রোতে ভেসে যান সে। পরপর দুই দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের টানা তল্লাশির পরেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে ভাটার সময় ভেসে ওঠা মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, মাত্র ২০ মাস আগে একই পরিবারের আরেক সন্তান নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মারা যায়। একই পরিবারে টানা দুই সন্তানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন বলেন, “মিসবাহ নিখোঁজ হওয়ার পর থেকেই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। ডুবুরি দল ও লাইফ গার্ড মোতায়েন করে উদ্ধার অভিযান চালানো হয়েছে। শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...