আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে উদ্যাপন ও আত্মনিয়ন্ত্রণাধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
শনিবার (৯ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটি এসব দাবি তোলে। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
সংগঠনের দাবির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা, সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে বিকৃত বা মিথ্যা তথ্য প্রচার বন্ধ, সব ধরনের নিপীড়ন-নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার। পাশাপাশি জাতিসংঘের ২০০৭ সালের ‘আদিবাসীবিষয়ক ঘোষণাপত্র’ এবং আইএলও কনভেনশন ১৬৯ অনুসমর্থন ও কনভেনশন ১০৭ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী খুশী কবির এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস