সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। এতে সাংবাদিকের বাসায় বলপ্রয়োগে প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ নিষিদ্ধ করা হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনী ভয়ভীতি, শারীরিক বা মানসিক চাপ দিয়ে সাংবাদিককে তথ্যসূত্র প্রকাশে বাধ্য করতে পারবে না। এছাড়া সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতা, হুমকি বা হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে। এ ধরনের অপরাধে এক থেকে পাঁচ বছর কারাদণ্ড বা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশে সাংবাদিকদের যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও ব্যবস্থাপনার ওপর কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করা হয়েছে।
খসড়ায় আরও বলা হয়েছে, জনস্বার্থে করা প্রতিবেদন প্রমাণিত ভিন্ন উদ্দেশ্য ছাড়া মামলা বা আইনগত পদক্ষেপ থেকে সুরক্ষিত থাকবে। সহিংসতার শিকার সাংবাদিক ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি বা অনলাইনে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মিথ্যা অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...