বাংলাদেশ রেলওয়ে টিএলআর কর্মচারীদের নানাবিধ প্রতিকূলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নবগঠিত বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরাম টঙ্গী শাখা কমিটির আনুষ্ঠানিক পরিচিতি সভাও হয়।
টঙ্গীর পূবাইলের কলেজ গেইট এলাকায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের সহকারী প্রকৌশলী-১ মেহেদী হাসান তারেক।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস হাওলাদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-সহকারী প্রকৌশলী (ঢাকা-টঙ্গী) আশরাফুল আলম।
সভায় ভার্চ্যুয়াল কলে যুক্ত হয়ে কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন টিএলআর কর্মচারীদের অধিকার নিয়ে তার মতামত তুলে ধরেন।
এছাড়া বক্তব্য রাখেন সাব্বির রহমান (নারায়ণগঞ্জ), রফিকুল ইসলাম, আব্দুল কাদেরসহ আরও অনেকে।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাওন। সভাপতিত্ব করেন স্বপন মিয়া এবং সার্বিক তত্ত্বাবধান করেন টঙ্গী শাখার সাধারণ সম্পাদক লিটন।
অনুষ্ঠানে বক্তারা টিএলআর কর্মচারীদের চাকরি স্থায়ী করণ এবং আগামীর উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন।
তারা বলেন, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে সব প্রতিকূলতা মোকাবিলা করা হবে।
সিটিজি পোস্ট/এইচএস