চট্টগ্রামে ২ নং গেইট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে সাদা পোশাকে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে ২ নং গেইট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে সাদা পোশাকে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম মহানগরের ২ নম্বর গেইট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাইয়্যেদ মোহাম্মদ ইমরান নামের ওই ব্যক্তিকে ৬-৭ জন সাদা পোশাকধারী ব্যক্তি রেস্টুরেন্ট থেকে বাইরে ডেকে এনে একটি গাড়িতে তুলে নিয়ে যান।

পরে জানা যায়, ইমরানকে সাদা পোশাকে তুলে আনা ব্যক্তিরা কর্ণফুলি থানা পুলিশ। 

ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, “কিছু লোক রেস্টুরেন্টে এসে ইমরানকে বলেন, ‘একটু বাইরে আসেন, স্যার কথা বলবেন।’ বাইরে বের হতেই তাঁকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যায়।”

সঙ্গে থাকা আরেকজন অভিযোগ করেন, "গ্রেফতারের সময় পুলিশ কোনো ওয়ারেন্ট দেখায়নি বা গ্রেফতারের কারণ জানাননি।

তবে এ বিষয়ে জানতে গেলে কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরিফ বলেন, “আদালতের জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতে সাইয়্যেদ মোহাম্মদ ইমরানকে গ্রেফতার করা হয়েছে।”

জানা যায়, ইমরানের বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সিটিজিপোস্ট/ এসএইচএস


ক্যাটাগরি:
চট্টগ্রাম