চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় কলেজছাত্র নিহত, চালক পলাতক

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩/৭/২০২৫, ১২:৩১:৪৭ PM

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় কলেজছাত্র নিহত, চালক পলাতক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে যাত্রীবাহী বাসের চাপায় সানজিদ রেজা (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সানজিদ রেজা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার বাসিন্দা মো. সেলিম রেজার ছেলে এবং চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে সানজিদ মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আইসিইউতে শয্যা না থাকায় দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালে (পার্কভিউ) স্থানান্তর করা হয়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সানজিদের মৃত্যু হয়।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

১৪ জুলাই, ২০২৫

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে...