চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও অবৈধ পণ্য জব্দ: যাত্রীরা ছাড়া পেলেন মৌখিক সতর্কবার্তায়
এ ঘটনায় কাস্টমসের নরম অবস্থান ও আইনি ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন!
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৬ অক্টোবর, ২০২৫
.jpg&w=3840&q=75)
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২৩ লাখ টাকার সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।
তবে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধারের পরও দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাস্টমসের নরম অবস্থান ও আইনি ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সালাম এয়ারের ফ্লাইট OV401 অবতরণের পর রাউজানের দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।
বিমানবন্দরের কাস্টমস হলে যৌথভাবে অভিযান চালায় বিমানবন্দর কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় দুই যাত্রীর লাগেজ থেকে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ১৬ হাজার টাকা।
এর মধ্যে ১৮ লাখ ৭৬ হাজার টাকার সিগারেট ও ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্টফোন ছিল। জব্দ পণ্যের বিপরীতে রাজস্ব আদায় ধরা হয়েছে ১৯ লাখ ৫৬ হাজার টাকা।
কাস্টমস সূত্র জানায়, মোহাম্মদ সেলিমের ব্যাগে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল ফোন, আর দিলিপ দাশের ব্যাগে ছিল ২৭০ কার্টন সিগারেট, ২টি গুগল পিক্সেল এবং ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ব্যাগেজ বিধিমালা ২০২৫ অনুযায়ী এসব পণ্য আমদানি নিয়ন্ত্রিত। তাছাড়া দুই যাত্রী ‘ফ্রিকোয়েন্ট ট্রাভেলার’ হওয়ায় ডিএম মূলে তাদের আটক করা হয়েছিল।
তবে সবশেষে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিটিজি পোস্ট/এইচএস

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)