অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে আজ বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ৩৬ মিনিটে সাগরিকার হেড গোলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পর দল ড্রেসিং রুমে বিরতি নিয়েছে।
বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেছে। হাই লাইন ডিফেন্সে লাওসকে তটস্থ রাখে দলটি। প্রথম গোল পেতে কিছুটা সময় লেগেছিল, তবে কর্নার থেকে আসা সাগরিকার হেডে গোল দলকে এগিয়ে দেয়। এরপর পাঁচ মিনিট পর শিখা সিনহার শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে, ফলে ব্যবধান বাড়তে পারেনি। এছাড়া একাধিক প্রচেষ্টা গোলকিপার নস্যাৎ করেছেন। লাওস মাঝে মধ্যে আক্রমণে উঠে আতঙ্ক সৃষ্টি করলেও সমতা ফেরাতে পারেনি।
বাংলাদেশের গ্রুপে লাওস ছাড়াও রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী লাওস ১০৭, দক্ষিণ কোরিয়া ১৯ এবং বাংলাদেশ ১২৮ নম্বরে অবস্থান করছে। র্যাঙ্কিং যাই বলুক, ম্যাচ শুরুর আগে লাওসের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চান বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন,আমরা এখানে এসেছি এশিয়ান কাপে বয়সভিত্তিক জায়গা পেতে। প্রতিটি ম্যাচে সেরাটা দেখানোর চেষ্টা করব।