চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে এ এস এম সুজা উদ্দীনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৬ অক্টোবর, ২০২৫

আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সদস্য সচিব সাগুফা মিশমা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ এবং কেন্দ্রীয় সদস্য জাওয়াদ।
বৈঠকে প্রতিনিধি দল চট্টগ্রাম বিভাগের সামগ্রিক প্রশাসনিক, সামাজিক ও নাগরিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
২৪ জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বক্তারা উল্লেখ করেন, সেই অবদানের তুলনায় চট্টগ্রাম এখনো একাডেমিক ও নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় কিছুটা পিছিয়ে রয়েছে।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায়:
১. চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক ও সিভিল সোসাইটির অংশগ্রহণ ও পলিসি ডায়ালগে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা;
২. জুলাই বিপ্লবের সময়কার ফ্যাসিস্ট সরকারের দায়ে দায়ের হওয়া মামলাগুলোর অগ্রগতি ও ন্যায়বিচার নিশ্চিত করা;
৩. রাজবন্দীদের প্রতি আইনগত সহায়তা ও পুনর্বাসন উদ্যোগ গ্রহণ;
৪. চট্টগ্রামজুড়ে পাঠাগার স্থাপন ও নাগরিক সচেতনতা বৃদ্ধি;
৫. “জুলাই তথ্যভিত্তি ও ইন্টেলেকচুয়াল জুলাই” উদ্যোগের আওতায় গবেষণা প্রস্তাবনা উপস্থাপন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার প্রতিনিধি দলের প্রস্তাবনা শুনেন এবং ভবিষ্যতে নাগরিক অংশগ্রহণমূলক উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)