রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ গুলিবিদ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুয়েপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিতি সভা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল, এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।
এ বিষয়ে রাউজান থানাসূত্রে জানা যায়, “ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে রাউজানে মোট ১৭টি খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১২টি রাজনৈতিক সম্পর্কিত বলে জানা গেছে।
এদিকে বুধবার সন্ধ্যায় নগরের হামজারবাগ চাইল্যাতলী খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হন। একই ঘটনায় প্রার্থী এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন।




