২০ সেপ্টেম্বর শেরাটনের বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন হানিয়া আমির
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২০ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তায় তিনি ঢাকায় অবতরণ করেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছবি ও লোকেশন শেয়ার করে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ছবির ক্যাপশনে হানিয়া দিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। এর আগে সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজে হানিয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল।
আজ (২০সেপ্টেম্বর) ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন তিনি। পরদিন (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এছাড়া ঢাকায় অবস্থানকালে ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করে নেবেন বলে জানা গেছে।
হানিয়া আমির পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ। তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তরুণ ভক্তদের মধ্যে তাকে ব্যাপক জনপ্রিয় করেছে।
.jpg&w=3840&q=75)



