রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালি পর্যটনকেন্দ্রে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো লাইসেন্স দিল জেলা পরিষদ। সোমবার (১৮ আগস্ট) বিকালে জেলা পরিষদের এনেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে ৭২টি রিসোর্ট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে লাইসেন্স ও অনুমোদিত নকশা তুলে দেন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদস্য হাবিব আজম এবং রিসোর্ট কটেজ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
রিসোর্ট মালিকরা বলেন, এতদিন রাজস্ব দিলেও কোনো আনুষ্ঠানিক লাইসেন্স ছিল না। এখন লাইসেন্স থাকায় ব্যবসা আরও সহজ ও সুশৃঙ্খল হবে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পন দেব বর্মণ জানান, গত ২৪ ফেব্রুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জেলা পরিষদ নতুন স্থাপনা নির্মাণে শৃঙ্খলা আনার নির্দেশ দেয়। এবার লাইসেন্স ও নকশা অনুমোদনের ফলে পর্যটন খাতে শৃঙ্খলা ফিরবে।
জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “সাজেকে ফায়ার সার্ভিস বা হাসপাতাল নেই আগুন লাগলে মানুষ কষ্টে পড়ে। তাই যত্রতত্র কটেজ নির্মাণের পরিবর্তে শৃঙ্খলা আনার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, লাইসেন্স এক বছরের জন্য দেওয়া হয়েছে। পরবর্তীতে নবায়ন করা হবে।
সিটিজি পোস্ট/এআই