ইটভাটার কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইটভাটার জন্য তৈরি গভীর গর্তে পড়ে চার বছর বয়সী তাসপিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদর্শ গ্রামে। নিহত শিশুটি ওই এলাকার মুহাম্মদ নয়নের কন্যা।
প্রত্যক্ষদর্শী শফি আলম, আবু তাহের ও শাহ আলম জানান, ‘‘কয়েকদিন আগে বসতবাড়ির পাশে লম্বা আকৃতির বড় একটি গর্ত তৈরি করেছিল ইটভাটার কর্মচারীরা। গর্তটি গভীর হওয়ায় স্থানীয়রা এ বিষয়ে সতর্ক করার চেষ্টা করলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করেছে। পরে বৃষ্টির পানিতে সে গর্ত ভর্তি হয়ে যায়।’’
ঘটনার দিন দুপুরে খেলাধুলার সময় শিশু তাসপিয়া ওই গর্তে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটিকে একইদিন বিকেল ৫ টায় আদর্শগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, “ইটভাটার কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে সরজমিনে যাচাই করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা মনে করছেন, গর্তগুলো সঠিকভাবে বন্ধ না করায় এবং নিরাপত্তা ব্যবস্থা না রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কড়াকড়ি ও ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ প্রয়োজন বলে তারা মন্তব্য করেছেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৩ অক্টোবর, ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪”-এর রুল ১৬ এর সাব-রুল (১)-এ প্রদত্ত ...
১২ অক্টোবর, ২০২৫
১১ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
১৩ অক্টোবর, ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল স...