এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, আসছেন সারা দেশের নেতা-কর্মীরা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তাঁর স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অসুস্থ খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সোমবারের তুলনায় আজ পুলিশ ও র্যাবের উপস্থিতি আরও বেশি দেখা গেছে।
সকাল নয়টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, কয়েকজন নেতা–কর্মী সেখানে উপস্থিত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে পুরো এলাকা। গতকাল পর্যন্ত সেখানে কোনো ব্যারিকেড ছিল না।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ ব্যবস্থা। বর্তমানে এখানে প্রায় ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন আছে।’
হাসপাতালের সামনে আসা নেতা–কর্মীরা জানান, তাঁরা জানেন যে খালেদা জিয়াকে দেখার সুযোগ পাবেন না। তবুও মনের টানেই তাঁরা তাঁদের প্রিয় নেত্রীর আশপাশে থাকতে চান। কেউ কেউ জানান, তাঁরা অন্তত এসে তাঁর সুস্থতার জন্য দোয়া করতে চান।
বরিশালের উজিরপুর থেকে আসা নজরুল ইসলাম বলেন, ‘দেখতে পাব না, তবু আসলাম। মনটা হালকা লাগবে ভেবে। ছোটবেলা থেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে। আমি কোনো পদে নেই, পদ চাইও না। তাঁকে মায়ের মতো শ্রদ্ধা করি। তিনি সুস্থ হবেন—এই প্রত্যাশা।’
উত্তরা থেকে আসা বিএনপি নেত্রী সোহেলী পারভিন শিখা বলেন, ‘নিয়মিত খোঁজ পাওয়া যাচ্ছিল বলে এত দিন আসিনি। কিন্তু গতকাল থেকে ম্যাডামের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না পেয়ে আতঙ্কিত হয়ে যাই। তাই খোঁজ নিতে ছুটে এসেছি।’
টানা ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতির পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে ভেন্টিলেশনে রেখে তাঁর চিকিৎসা চলছে।
সিটিজিপোস্ট/জাউ




