মারধর ও হুমকির অভিযোগে সাবেক বান্ধবী লায়লা আক্তার ফারহাদ দায়ের করা ক্যান্টনম্যান্ট থানার মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামুনকে জামিন দেন। এর আগে মামলার জিডি মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই পরোয়ানার ভিত্তিতে ভাটারা থানা পুলিশ তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর মামুনকে দুপুরে আদালতে হাজির করা হয়। মামুনের পক্ষে তার আইনজীবী মো. নজরুল ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে জামিন মঞ্জুর করেন।
জানা যায়, গত বছরের ৪ জুন লায়লা আক্তার ফারহাদ ক্যান্টনম্যান্ট থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান সৈকত গত ১৮ ফেব্রুয়ারি আদালতে দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে আদালত প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস