কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তেজনার মধ্যেই ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এবং প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী এই পাল্টা আক্রমণ চালিয়েছে।
সোমবার দিবাগত রাতে ভারতের ‘অপারেশন সিনদূর’ এর আওতায় পাকিস্তানের বাহাওয়ালপুর, কোটলি ও মুজাফফরাবাদে মিসাইল হামলা চালানো হয়। এতে একজন শিশু নিহত এবং নারী-পুরুষসহ আরও কয়েকজন আহত হন। ভারতের দাবি, এই হামলায় তারা সীমান্ত অতিক্রম করেনি এবং ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তু করেছিল।
এর জবাবে মঙ্গলবার সকালে পাকিস্তান বিমান বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানানো হয়। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “আমরা শত্রুর আগ্রাসনের শক্তিশালী ও উপযুক্ত জবাব দিচ্ছি। স্থল ও আকাশ— উভয় পথেই আমাদের পাল্টা হামলা অব্যাহত রয়েছে।”
পাকিস্তানি প্রতিরক্ষা সূত্রগুলো জানায়, দেশটির বিমান বাহিনীর সব বিমান নিরাপদে রয়েছে এবং করাচি, ইসলামাবাদ, লাহোরসহ অন্যান্য বড় শহরের বিমানবন্দর স্বাভাবিকভাবে চালু রয়েছে।
এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং তা থেকেই নতুন করে দ্বিপাক্ষিক উত্তেজনার সূত্রপাত।
এদিকে, পাকিস্তান ইতোমধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করেছে। যুক্তরাষ্ট্র উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, “আমরা দুই দেশের সঙ্গে সরাসরি যোগাযোগে আছি।”
এই উত্তপ্ত পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় আরেকটি যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন সামরিক উত্তেজনা দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্...