যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহত কর্মকর্তারা এক পারিবারিক বিরোধসংক্রান্ত তদন্তের সূত্রে ঘটনাস্থলে গিয়েছিলেন।
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, ঘটনাস্থলকে এখনও অত্যন্ত সক্রিয় এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, হামলাকারী মারা গেছে। এ ঘটনায় আমাদের সব ধরনের সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে।
ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস ও এফবিআইয়ের সঙ্গে যৌথভাবে একটি বড় তদন্ত দল গঠন করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থল নর্থ কডোরাস টাউনশিপে গিয়ে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একে পেনসিলভানিয়ার জন্য শোকাবহ ও বিধ্বংসী দিন বলে উল্লেখ করেন।
এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রয়েছে।
এদিকে গুলিবর্ষণের সময় স্থানীয় সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং আশপাশের স্কুলগুলোতে শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। পরে বিকেলে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের পুলিশবিরোধী সহিংসতাকে সমাজের অভিশাপ হিসেবে আখ্যা দিয়েছেন।