রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ে দলের প্রতিনিধিরা এই আবেদনপত্র জমা দেন। দলটি নির্বাচন কমিশনের কাছে শাপলা, মোবাইল ও কলম—এই তিনটি প্রতীকের যেকোনো একটি বরাদ্দ চেয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির প্রতিনিধিরা এসব তথ্য জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন গত ১০ মার্চ একটি গণবিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়। তবে এনসিপিসহ কয়েকটি দলের অনুরোধের প্রেক্ষিতে এই সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রক্রিয়াগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।