চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের একদল শিক্ষার্থী পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। রোববার (২২ জুন) দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ২৫ থেকে ৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় তারা পরীক্ষা অন্তত দুই মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান।
প্রতীকীভাবে মুখে মাস্ক পরে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন—“সুরক্ষা না পরীক্ষা, পরীক্ষা পরীক্ষা।” তারা বলেন, করোনা পরিস্থিতির অবনতির কারণে অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ নেই। তারা দাবি করেন, পরীক্ষা স্থগিত করে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণ করা হোক এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
তবে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক অভিভাবক ও সাধারণ মানুষ, যারা বোর্ডে সেবা নিতে এসেছিলেন, তারা এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন। একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিন লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে অথচ আন্দোলনে এসেছে মাত্র ৩০ জন! তোমরা আন্দোলন করো ঠিক আছে, কিন্তু আমাদের হয়রানি কেন?”
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা আন্তঃবোর্ড সমন্বয় কমিটিতে জানিয়েছি। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করবেন। তবে বোর্ড এককভাবে পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পরিস্থিতি অনুযায়ী সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে সংক্রমণের নতুন ঢেউয়ের আশঙ্কায় শিক্ষার্থীদের উদ্বেগ যে বাস্তব, তা অস্বীকার করার সুযোগ নেই।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...