কক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ৭

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬/৬/২০২৫, ১১:২৯:০৭ AM

কক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ৭

কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে রশিদনগর এলাকায়।


নিহতরা হলেন—হাবিব উল্লাহ (৫৫), বাসিন্দা: পিএমখালী, কক্সবাজার সদর, রিয়াদ (৯), হাবিব উল্লাহর শিশু সন্তান, রিমঝিম বড়ুয়া, রামু উপজেলার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিনজনই বাসের যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ৭ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

রামু হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন জানিয়েছেন—“কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি গিয়ে একটি গাছে আটকে পড়ে।”

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই সড়কটি অনেক দিন ধরেই বিপজ্জনক ও দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। যানবাহনের অতিরিক্ত গতি এবং সতর্কতার অভাবের কারণে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে।

রামু হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুই যানবাহন আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসঙ্গে প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ নিরূপণ ও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।

ক্যাটাগরি:
কক্সবাজারচট্টগ্রামকভার নিউজ

কক্সবাজার ক্যাটাগরি থেকে আরো