কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। নাফ নদীর ওপারে মিয়ানমারের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকায় ভারী অস্ত্রের গুলির শব্দ পায় সীমান্তবর্তী লোকজন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন নীরব থাকার পর এই গোলাগুলির কারণে সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। সীমান্ত ঘেঁষা চিংড়ি প্রজেক্ট থেকে অনেকে নিরাপত্তার জন্য পালিয়ে যান।
এদিকে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার ৬২ জনকে বিজিবি সীমান্তে ঢোকা রোধ করেছে। সীমান্তের ওপারে এখনও হাজারো রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন,কিছু লোক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। টহল জোরদার করা হয়েছে। গোলাগুলির বিষয়টি আমাদের দায়িত্বসীমার বাইরে।
হোয়াইক্যং ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু জানান,গত রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে স্থানীয়রা আতঙ্কিত।
রোহিঙ্গা শিবিরের নেতা মো. হোসাইন বলেন,রাখাইনে এখনও অমানবিক নির্যাতন চলছে। প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি ও কোস্টগার্ড স্থল ও জলপথে কঠোর নজরদারি করছে।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...