রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব।
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।
দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব। সেমিফাইনাল শেষে ফাইনালে জায়গা করে নেয় টিম ‘ফোর জিরো ফোর নট ফাউন্ড’ ও টিম ‘ক্লস ক্রাশার’।
আগামী রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব।
সর্বমোট আটটি দলের অংশগ্রহণ শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা। আটটি দলের মধ্যে ছিলো- ইংলিশ ভিশনারী, ফোর জিরো ফোর নট ফাউন্ড, লুব্ধক, ইকুইলিব্রিয়াম, ক্লস ক্রাশার, ফার্মেসি ফাইটার্স, রেশনাল ভয়েস এবং সিনট্যাক্স এরর।
প্রথম ট্যাব রাউন্ডে 'ক্লস ক্রাশার' বনাম 'সিনট্যাক্স এরর' এর মধ্যকার বিতর্কে 'সিনট্যাক্স এরর' জয়লাভ করে। ইকুইলিব্রিয়ামের বিপরীতে জয়লাভ করে ইংলিস ভিশনারী; রেশনাল ভয়েসের বিপরীতে জয়ী হয় 'ফোর জিরো ফোর নট ফাউন্ড এবং ফার্মেসি ফাইটার্স এর বিপরীতে লুব্ধক জয়লাভ করে।
দ্বিতীয় রাউন্ডে ফোর জিরো ফোর নট ফাউন্ড জয়লাভ করে লুব্ধক এর বিপক্ষে; ইংলিশ ভিশনারী জয়লাভ করে সিনট্যাক্স এরর এর বিপক্ষে ; ইকুইলিব্রিয়াম জয়লাভ করে রেশনাল ভয়েসের বিপক্ষে এবং ক্লস ক্রাশার জয়লাভ করে ফার্মেসি ফাইটার্সের বিপক্ষে।
একইভাবে তৃতীয় রাউন্ডে ফোর জিরো ফোর নট ফাউন্ড জয়লাভ করে ইংলিশ ভিশনারীর বিপক্ষে; রেশনাল ভয়েস জয়লাভ করে ফার্মেসি ফাইটার্সের বিপক্ষে; সিনট্যাক্স এরর জয়লাভ করে ইকুইলিব্রিয়ামের বিপক্ষে এবং ক্লস ক্রাশার জয়লাভ করে লুব্ধক এর বিপক্ষে।
তিনটি রাউন্ড শেষে সর্বোচ্চ নম্বর পাওয়া চার দল সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে সিনট্যাক্স এররকে পরাজিত করে ফাইনালে ওঠে ফোর জিরো ফোর নট ফাউন্ড এবং ইংলিশ ভিশনারীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ক্লস ক্রাশার।
আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৮টি দল অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে ফাইনাল রাউন্ডটি সফলভাবে সম্পন্ন করার এবং গুণগত মান বজায় রেখে সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিতর্কের মাধ্যমে এই ধারা অব্যাহত রাখা যাতে বিতর্কে আগ্রহীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিতর্কের সাথে যুক্ত থাকতে পারে।
সিটিজি পোস্ট/ এসএইচএস