ইরানের পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। হামলায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে আঘাত হানার পর কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানাচ্ছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
রোববার (১৪ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট হারজগ বলেন— “ইরানি হামলাটি একটি অপরাধমূলক আগ্রাসন। এটি আমাদের জাতীয় জীবনে একটি খুব দুঃখজনক ও কঠিন সকাল।”
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং নিখোঁজদের খুঁজে পেতে সকল প্রচেষ্টার কথা জানিয়েছেন। একইসঙ্গে এই দুঃখের সময়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্ট বলেন, “এই শোকের মুহূর্তে পুরো জাতি একসাথে দাঁড়িয়েছে। আমরা আমাদের নাগরিকদের পাশে আছি, যারা আজ সকালে ভীষণ বেদনা ও ক্ষতির মধ্যে পড়েছেন।”
গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলা হতে পারে সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার পাল্টা জবাব।
হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্...