পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর পর ভারতের আত্মরক্ষার অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছে ইসরায়েল।
বুধবার (৭ মে) সকালে ভারতের নয়টি স্থানে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র হামলার পর এই প্রতিক্রিয়া জানান ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন,
“ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীরা জানুক, নিরীহ মানুষের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধ থেকে বাঁচার কোনো জায়গা নেই।”
রাষ্ট্রদূত আজার এর আগেও জম্মু ও কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলায় (২২ এপ্রিল) নিহতদের জন্য প্রথম দিকেই শোক প্রকাশ করেছিলেন। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে ২৫ জনই ছিলেন ভারতীয় এবং একজন বিদেশি নাগরিক।
ভারতের এই প্রতিরোধমূলক হামলাকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে দেখছে তেলআভিভ। ইসরায়েলের এই প্রকাশ্য সমর্থন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অপারেশন সিন্দুরে শুধু সন্ত্রাসী ঘাঁটিগুলোকেই নিশানা করা হয়েছে, বেসামরিক স্থাপনায় কোনো হামলা চালানো হয়নি। তবে পাকিস্তান এই হামলাকে “আগ্রাসন” হিসেবে বর্ণনা করেছে এবং পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজর এখন ভারত-পাকিস্তান সীমান্ত এবং তাদের মিত্রদের প্রতিক্রিয়ায়।
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্...