কক্সবাজারে বিএনপির এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২০ জুলাই) কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি কু’রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কাজল।
সৈয়দ নূর বিএনপির সক্রিয় সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে। দলীয় নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সময় এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি