বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন শফিকুর রহমান। আজ রোববার (১২ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
শফিকুর রহমান বলেন, “গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কিছু সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। এর ফলে দেশে গুম ও খুনের একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তবে তিনি জোর দিয়ে বলেন, কয়েকজন ব্যক্তির অপরাধের দায় পুরো সেনাবাহিনীর ওপর বর্তানো উচিত নয়। “সুনির্দিষ্ট ব্যক্তিদের অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠান কলঙ্কিত হতে পারে না। অপরাধের দায় কেবলমাত্র অপরাধীদের ওপরই বর্তাবে,” মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান জানান, ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা এসেছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানাই।”
তিনি আরও আশা প্রকাশ করেন, “কারও ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না। স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতি করতে সাহস পাবে না। পরিণতিতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে।”
সিটিজিপোস্ট/জাউ
১৪ অক্টোবর, ২০২৫
আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীকের বিকল্প বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে দলের জন্য একটি প্রতীক নির্ধারণ করবে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপ...
১৩ অক্টোবর, ২০২৫
১০ অক্টোবর, ২০২৫
১০ অক্টোবর, ২০২৫
৯ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীকের বিকল্প বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে দলের জন্য একটি প্রতীক নির্ধারণ করবে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জান...