বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাধা-বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সকল রাজনৈতিক দলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত লোটজ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা শামা ওবায়েদ।
ব্রিফিংয়ে আমীর খসরু বলেন, "কূটনীতিকরা কোথায় বৈঠক করবেন, সেটা নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। গুরুত্বপূর্ণ হলো—আগামীর বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা।"
তিনি বলেন, "বাংলাদেশের জনগণ কী চায়, সেটাই বড় প্রশ্ন। সবাইকে স্বাধীনভাবে মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে। তবেই দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরবে।"
বিনিয়োগ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, "বাংলাদেশে বিনিয়োগের জন্য সত্যিকারের পরিবেশ তৈরি করতে পারলে কোনো বাধা থাকবে না। সুষ্ঠু নির্বাচন ও স্থিতিশীল পরিবেশই বিনিয়োগের প্রধান পূর্বশর্ত। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের গ্রহণযোগ্যতা বাড়বে।"
জুলাই সনদ প্রসঙ্গে আমীর খসরু বলেন, "গণভোট, সংস্কার বা ঐকমত্য কমিশন— যা-ই বলা হোক না কেন, যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হবে, তার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সামনে যেতে হবে।"
প্রার্থী নির্বাচন বিষয়ে তিনি বলেন, "বড় দল হিসেবে বিএনপির একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক। তবে দল মনোনয়ন দেওয়ার পর সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।"
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশের এবং জনগণের স্বার্থে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে। বিএনপির পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং জনগণের কল্যাণ।"
সিটিজিপোস্ট/জাউ
১৪ অক্টোবর, ২০২৫
আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীকের বিকল্প বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে দলের জন্য একটি প্রতীক নির্ধারণ করবে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপ...
১৩ অক্টোবর, ২০২৫
১২ অক্টোবর, ২০২৫
১০ অক্টোবর, ২০২৫
১০ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫
আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীকের বিকল্প বেছে না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে দলের জন্য একটি প্রতীক নির্ধারণ করবে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জান...