কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান (৫) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সিআইসি অফিসের পাশে সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাত যানবাহন শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত তাকে ক্যাম্প-০৮ এর এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুর রহমান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর ব্লক-সি-০৫ এর বাসিন্দা মোঃ রশিদের ছেলে।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) শুভ পাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত শিশুটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ বিষয়ে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, ঘটনার পর থেকেই পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। একই সাথে দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি