চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল চাকসু নির্বাচনকে সামনে রেখে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছে। ২৫ আগস্ট সোমবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এ স্মারকলিপিতে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা ও চাকসুর গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত প্রতিফলনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল চাকসু নির্বাচন। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও প্রশাসন এখনো তফসিল ঘোষণা করেনি, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে।
ছাত্রদল অভিযোগ করে, সম্প্রতি প্রকাশিত গঠনতন্ত্রে এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি, বয়সসীমা ৩০ বছর নির্ধারণ এবং নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ধারা যুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী। সংগঠনটির দাবি, প্রার্থিতা কেবল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিল করতে হবে এবং বয়সসীমা প্রত্যাহার করতে হবে। এছাড়া দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক পদ নারী-পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।
এছাড়া প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে স্মারকলিপিতে বলা হয়, বর্তমান প্রক্টর ও রেজিস্ট্রার দায়িত্ব পালনকালে একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা প্রদান করে আসছেন। প্রক্টরের বিরুদ্ধে নারী বিদ্বেষী মনোভাব, প্রকাশ্য দলবাজি ও একপক্ষীয় ক্যাম্পেইনের অভিযোগ আনে ছাত্রদল। তাদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ চাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রক্টর ও রেজিস্ট্রারকে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য চাকসু নির্বাচন অপরিহার্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের স্বাক্ষরে স্মারকলিপিটি উপাচার্যের কাছে পেশ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই স্মারকলিপির মধ্য দিয়েই শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও প্রত্যাশা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, "বিদ্যুৎ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অথচ, এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের জীবন নিয়ে কর্তৃপক্ষ ব্যাপক উদাসীন। বিদ্যুৎ শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত। অবিলম্বে তাদের সকল সমস্যার আশু সমাধান ক...
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, "বিদ্যুৎ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অথচ, এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের জীবন নিয়ে কর্ত...