চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে পুনরায় পদোন্নতি পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হাসিব আজিজ (বিপিএম)।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি বর্তমান দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত আইজিপি পদ মর্যাদায় দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাসিব আজিজ। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সিটিজিপোস্ট/এসএমএফ
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, "বিদ্যুৎ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অথচ, এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের জীবন নিয়ে কর্তৃপক্ষ ব্যাপক উদাসীন। বিদ্যুৎ শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত। অবিলম্বে তাদের সকল সমস্যার আশু সমাধান ক...
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, "বিদ্যুৎ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অথচ, এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের জীবন নিয়ে কর্ত...