মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের আট বছর পূর্তিতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে পশ্চিমা বিশ্বের ১২টি দেশ।
রোববার ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের দূতাবাস যৌথভাবে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, আট বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারসহ বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান করছে। এখনো নতুন করে বাস্তুচ্যুত লোকজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করা রোহিঙ্গাদের সহনশীলতার প্রশংসা করে দেশগুলো জানায়, রাখাইনে অবনতিশীল মানবিক ও নিরাপত্তা পরিস্থিতিতেও তারা দৃঢ়তা দেখিয়ে যাচ্ছে।
রোহিঙ্গাদের আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ১২টি দেশ।
বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা স্বেচ্ছায় নিজ ভূমিতে ফিরতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের প্রত্যাবাসনের সম্ভাব্য উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখনো রাখাইনে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসনের পরিবেশ তৈরি হয়নি। বাস্তুচ্যুতির মূল কারণ সমাধান এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমার গড়াই এ সংকট নিরসনের পূর্বশর্ত।
প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় বলে স্বীকার করে দেশগুলো। একই সঙ্গে মিয়ানমারে সহিংসতা বন্ধ ও প্রত্যাবাসন অনুকূল পরিবেশ তৈরির জন্য সব পক্ষের প্রতি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাখাইনে আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...