চাকসুর নতুন গঠনতন্ত্রের কয়েকটি ধারা প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল । সংগঠনটির নেতাদের অভিযোগ, নতুন গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত উপেক্ষিত হয়েছে।
তাদের দাবি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চাকসু নির্বাচন ও নতুন গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থিতার সুযোগ না রাখার বিষয়ে প্রশাসন ও শিক্ষার্থীরা একমত হলেও চূড়ান্ত গঠনতন্ত্রে তা রাখা হয়নি।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সিটিজিপোস্টকে বলেন, "আমরা গঠনতন্ত্রের কিছু ধারা তথা সিদ্ধান্ত প্রত্যাখান করেছি, গঠনতন্ত্র পুরোটা নয়। এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের যুক্ত করে বয়সসীমা ৩০ নির্ধারণের সিদ্ধান্ত আমরা প্রত্যাখান করেছি। প্রশাসন জানিয়েছিল শুধু স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরাই প্রার্থী হতে পারবে। তিনি আরও বলেন, "এছাড়া দপ্তর সম্পাদক পদে নারীদের প্রার্থিতার সুযোগ না রাখার মতো ধারাগুলোতেও আপত্তি জানিয়েছি।”
উল্লেখ্য, ১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর নতুন গঠনতন্ত্র অনুমোদিত হয়। নতুন গঠনতন্ত্রে মোট ২৮টি পদ রাখা হয়েছে, যার মধ্যে ১২টি নতুন। নির্বাহী সদস্য সংখ্যা ১০ থেকে কমিয়ে ৫ করা হয়েছে। ভোটার ও প্রার্থিতার সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। একইসাথে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদেরও প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে দপ্তর সম্পাদক পদটি শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
সম্প্রতি চাকসুর নতুন গঠনতন্ত্র নিয়ে সিটিজিপোস্টের একটি প্রতিবেদনে দেখা গিয়েছে , বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ গঠনতন্ত্রে সন্তুষ্ট নয়। তাদের অভিযোগ, গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়নি এবং প্রশাসন একতরফাভাবে তা প্রণয়ন করেছে।
সিটিজি পোস্ট/ জেউ
২৫ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল চাকসু নির্বাচনকে সামনে রেখে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছে। ২৫ আগস্ট সোমবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এ স্মারকলিপিতে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা ও চাকসুর গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত প্রতিফলনের দাবি জানানো হয়।স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল চাকসু নির্বাচন। দীর্ঘদ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল চাকসু নির্বাচনকে সামনে রেখে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছে। ২৫ আগস্ট সোমবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এ স্মারকলিপিতে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা ও চাকসুর গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত প্রতিফলনের দাবি জানানো হয়।স্মার...