বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম চৌধুরী বলেছেন, "যত ধরণের পরিস্থিতি আসুক, জামায়াতে ইসলামীর কর্মীরা হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না, মাথা নত করবেন না। ধৈর্য ও দোয়ার মাধ্যমে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।"
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার অধীনে দেওয়ান বাজার ওয়ার্ড আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের অফিস (বিআইএ) মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা বৈঠকে তিনি সূরা আল-ইমরানের কয়েকটি আয়াতের ব্যাখ্যার মাধ্যমে কর্মীদের ধৈর্য, মনোবল ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের করণীয় তুলে ধরে তিনি বলেন, "বর্তমানে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ৭ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া প্রতিটি কর্মীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।"
নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে তিনি বলেন, “গতানুগতিক নির্বাচনে প্রত্যেক ভোটারের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় না। কিন্তু পিআর পদ্ধতিতে প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন হবে, প্রতিটি দলের ও প্রতিটি এলাকার প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় থাকবে।
উক্ত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ জাহের ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।
তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মীদেরকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার আহ্বান জানান এবং প্রত্যেক ভোটারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের তাগিদ দেন।
শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সা’দত এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল হক, আবদুল মতিন, মো. হোসেন ও অহিদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, "বিদ্যুৎ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অথচ, এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের জীবন নিয়ে কর্তৃপক্ষ ব্যাপক উদাসীন। বিদ্যুৎ শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত। অবিলম্বে তাদের সকল সমস্যার আশু সমাধান ক...
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, "বিদ্যুৎ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অথচ, এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের জীবন নিয়ে কর্ত...