সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ (বীর প্রতীক)-কে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট হাধুরখীল এলাকায় তার বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
সোমবার (৪ আগস্ট) রাত ১০টায় হাধুরখীল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর নিকট আত্মীয় ও হাটহাজারী ফেলোশিপের সভাপতি ডা. কিএম অহিদুল আলম।
এর আগে বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামরিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার সকালে চট্টগ্রাম ক্লাবে মামলা সংক্রান্ত কাজে কর্মসূচি থাকার কথা ছিল এম হারুন-অর-রশীদের। কিন্তু সকালে ঘুম থেকে না ওঠায় বডিগার্ড ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে বিকল্প উপায়ে তাঁর কক্ষ খোলা হয়। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা মরদেহ পরীক্ষা করেন।
ধলই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় বাসিন্দা আজম উদ্দীন শরীফ জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এম হারুন-অর-রশীদের মরদেহ গ্রামে পৌঁছায়। এ সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন গ্রামবাসীরা।
সিটিজি পোস্ট/এইচএস
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...