বন্দরনগরীর ব্যস্ততা থেকে দেশে ফেরা ওমানপ্রবাসী স্বজনকে আনতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে ফেরার পথে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা—প্রাইভেটকার ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে সাতজন প্রাণ হারান একসঙ্গে, সবাই একই পরিবারের সদস্য।
দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী গ্রামে। নিহতদের মধ্যে রয়েছেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২), লামিয়া আক্তার (৯)
ঢাকা বিমানবন্দর থেকে ফেরা পথে যাত্রীবাহী একটি হাইস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খালে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে নিহত হন সাতজন। মাইক্রোবাসটির আরোহীরা ওমানফেরত একজন আত্মীয়কে নিয়ে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, দুর্ঘটনার সময় চারপাশে অন্ধকার ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে আলো জ্বালিয়ে উদ্ধার কাজে অংশ নেন। কেউ কেউ গাড়ির কাঁচ ভেঙে ভেতরের কিছু যাত্রীকে বের করার চেষ্টা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, “আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে, তারা ঘটনাস্থলেই মারা গেছেন।”
রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে উত্তোলন করা হয়েছে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান। তিনি আরও বলেন, “ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। ওমানফেরত স্বজন বেঁচে আছেন।”
একই পরিবারের সাতজনের এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, “বিদেশফেরত প্রিয়জনকে স্বাগত জানাতে গিয়ে এমন ট্র্যাজেডি—এটা কোনো পরিবার মেনে নিতে পারে না।”
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...