চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিকতা বিভাগের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সাবেক প্রক্টর ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরীকে দুই বছরের জন্য সব একাডেমিক পরীক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় (১ আগস্ট) এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি গণমাধ্যমে জানা যায়।
২০২৪ সালের ৫ ডিসেম্বর সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে থাকা প্রশ্নপত্র মূল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গেলে সঙ্গে সঙ্গেই পরীক্ষা স্থগিত করা হয়।
পরবর্তীতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমিনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায়—পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না রাখা এবং সভাপতির দায়িত্বহীনতাই প্রশ্নফাঁসের মূল কারণ।
তদন্তে অধ্যাপক আলী আজগর স্বীকার করেন, প্রশ্ন কম্পোজের জন্য গুগল ড্রাইভে আপলোড করা হয়েছিল, যেখান থেকে তা ‘বেহাত’ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আলী আজগর আগামী দুই বছর বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
এছাড়া, অধ্যাপক আলী আজগরের বিরুদ্ধে রয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষকদের সরকারপন্থী মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ। সে সময় একাধিক ছাত্রী অভিযোগ করেন, আন্দোলনের সময় তাকে হল ত্যাগে বাধ্য করেছিলেন তৎকালীন ছাত্র উপদেষ্টা আলী আজগর।
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...