চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ভারী বৃষ্টির পর নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেছেন। বুধবার (৬ আগস্ট) সকালে তিনি কাপাসগোলা, চকবাজার, কাতালগঞ্জ, মুন্সিপুকুর পাড়, বাদুরতলা ও টুপি ওয়ালা পাড়া পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
কাতালগঞ্জ-বৌদ্ধ মন্দির এলাকায় জলাবদ্ধতার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়—হিজড়া খালের যথাযথ সংস্কার না হওয়া এবং সংযুক্ত বড় নালায় মাটির স্তর জমে পানি চলাচল ব্যাহত হওয়া। মেয়র সিডিএকে দ্রুত হিজড়া খাল সংস্কারের নির্দেশনা দেন এবং চসিক পরিচ্ছন্ন বিভাগকে সংযুক্ত নালা থেকে মাটি উত্তোলনের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে মেয়র বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চসিক, সিডিএ, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে একযোগে কাজ করতে হবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া এ সমস্যার সমাধান হবে না।”
তিনি আরও বলেন, “চসিক জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন এবং ভাঙা ড্রেন মেরামতের কাজ করছে। তবে টেকসই সমাধানের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি ও মেগা প্রকল্প দ্রুত শেষ করা প্রয়োজন।”
মেয়র নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ড্রেনে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”
পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী সচিব জিল্লুর রহমান, বিএনপি নেতা কামরুল ইসলাম, চসিকের কর্মকর্তারা এবং স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ। স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...