চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। দেশের শীর্ষস্থানীয় মূকাভিনয় সংগঠন প্যান্টোমাইম মুভমেন্ট এ কর্মশালার আয়োজন করে।
প্রযোজনা-ভিত্তিক এ কর্মশালা পরিচালনা করেন মূকাভিনয় শিল্পী ও সংগঠক, প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি সোলেমান মেহেদী, দ্য মামার্স-এর দলপ্রধান শহিদুল মুরাদ, এবং যোগ প্রশিক্ষক ও ইয়োগালার্টের প্রতিষ্ঠাতা পলি চৌধুরী। কর্মশালায় সহকারী ছিলেন জয়নুল জয়। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্তনু দাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজিদ হাসান রনি ও বাবলু দাশ। সহযোগিতায় ছিল বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান।
২০ জন আগ্রহী অংশগ্রহণকারী নিয়ে শুরু হওয়া এ কর্মশালায় মূকাভিনয়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি, নির্বাকতার ব্যবহার, চরিত্র সৃজন ও আবেগ প্রকাশ, নবরস, হস্তমুদ্রা, মাইম ইল্যুয়েশন ও নির্মাণ কৌশল, এবং ইয়োগা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন শিশির দত্ত, চিত্র ও মূকাভিনয় শিল্পী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মামুন, এবং মূকাভিনয়জন আবু হেনা মোহাম্মদ হান্নান সাগর। এছাড়া প্যান্টোমাইম মুভমেন্টের সদস্য ও চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মূকাভিনয় শিল্পী সাজিদ হাসান রনি।
সংগঠকরা জানান, "কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান ও মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করা হবে।"
কর্মশালা প্রসঙ্গে সোলেমান মেহেদী বলেন, "প্যান্টোমাইম মুভমেন্টের কর্ণধার আন্তর্জাতিক মূকাভিনয় শিল্পী রিজোয়ান রাজন প্রবাসে চলে যাওয়ার পর বহুদিন পর চট্টগ্রামে মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হলো। অংশগ্রহণকারীদের উৎসাহ আশাজাগানিয়া। তারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ চান, যা মূকাভিনয় শিল্পের প্রসারের জন্য ইতিবাচক দিক। তবে মানসম্পন্ন কক্ষের অভাব কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমরা চাই এ কর্মশালা সারাদেশের তরুণদের মাঝে ছড়িয়ে দিতে।"
সংস্কৃতিমনা চট্টগ্রামে এ কর্মশালার মধ্য দিয়ে মূকাভিনয় শিল্পচর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন শান্তনু দাশ।
সিটিজিপোস্ট/ এসএইচএস
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজিবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি। ৩৩ টি ইশত...
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধ...