চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা, পৌরসভা ও সাংগঠনিক ইউনিট কমিটি গঠনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন আহ্বায়ক কমিটি।
জানা গেছে, চলতি বছরের ২২ মে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভায় জেলার আওতাধীন মেয়াদোত্তীর্ণ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলীয় সাংগঠনিক কার্যক্রমে গতি আনা ও পুনর্গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে কমিটি ছাড়াই চলছে দক্ষিণ জেলার বিএনপির সকল ইউনিট।
পরে তিন দফায় আবেদন আহ্বান করে দক্ষিণ জেলা বিএনপি। এতে মোট ১ হাজার ৮৯৭টি আবেদন জমা পড়ে। আগস্টের শেষের দিকে জেলা বিএনপি একটি বিজ্ঞপ্তি দিয়ে আবেদনকারীদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করে এবং কারও বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংগঠনবিরোধী কর্মকাণ্ড বা গুরুতর অভিযোগ থাকলে তা লিখিত আকারে জানাতে অনুরোধ করে। ওই তালিকা প্রকাশের পর প্রায় দেড় শতাধিক অভিযোগ জেলা বিএনপির কাছে জমা পড়ে।
জেলা বিএনপির এক নেতা জানান, বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এখন নতুন কমিটির তালিকা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান এডভোকেট আহমেদ আজম খানের কাছে জমা দেবে জেলা কমিটি। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন বলেন, “বর্তমানে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। শিগগিরই ঘোষণা দেওয়া হবে। নতুন কমিটিতে ত্যাগী, নির্যাতিত ও যোগ্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। প্রথম পর্যায়ে সীমিত আকারে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পরবর্তীতে সেটি পূর্ণাঙ্গ করা হবে। এরপর ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হবে।”
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় খুন হওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে বলা হয়, রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। দেশের জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ন...
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় খুন হওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে বলা হয়, রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি...