জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘‘২০১৮ সালের জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। অথচ এ দায় শুধু জাতীয় পার্টির ওপর চাপানো হচ্ছে।’’
শনিবার (২০ সেপ্টেম্বর) গুলশানের হাওলাদার টাওয়ারে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল ইসলাম বলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ যে আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম। কিন্তু এই সুযোগে জাতীয় রাজনৈতিক প্রক্রিয়া থেকে আমাদের আলাদা করার চেষ্টা চলছে। অথচ যারা অভিযোগ করছে, তারাই আরও বড় অভিযোগের দায়ে অভিযুক্ত।”
তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত ২০১৪ সালের আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বর্জন করেনি। বরং পরবর্তী স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। “আপনারা নিজেরাই বৈধতা দিয়েছেন। তারপরও শুধু দোষটা জাতীয় পার্টির ঘাড়ে চাপাচ্ছেন,” বলেন তিনি।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘‘২০০৮ সালের নির্বাচিত সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দেওয়া হয়েছিল। তখন সংসদে বিএনপি-জামায়াতের এমপিরা থেকেও পদত্যাগ করেনি। তাহলে দায় শুধু আমাদের কেন?” প্রশ্ন রাখেন তিনি।
জাতীয় পার্টি সাংবিধানিক কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে বলে দাবি করে আনিসুল ইসলাম বলেন, দলটি কোনো বিপ্লবী সংগঠন নয়, “আমরা ভাঙচুর করি না, আমরা নির্বাচন করি, সংসদে যাই, বিরোধিতা করি।”
এসময় জামায়াতের পক্ষ থেকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে তিনি অবাক হয়ে বলেন, “আমরা কোনো দিন তাদের নিষিদ্ধ করার দাবি করিনি, সমর্থনও করিনি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, নূরুল ইসলাম মিলন, মোবারক হোসেন আজাদ, শফিকুল ইসলাম সেন্টু, সাহিদুর রহমান টেপা, বেলাল হোসেন প্রমুখ।
সিটিজিপোস্ট/ এসএইচএস
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় খুন হওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে বলা হয়, রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। দেশের জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ন...
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় খুন হওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে বলা হয়, রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি...