চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক-ছাত্র-জনতার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সাংবাদিকদের বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই। আপনাদের হতে হবে দেশের সাংবাদিক, জনগণের সাংবাদিক, মানুষের কণ্ঠস্বর। এটাই নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত “সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি ছিল চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন। এর আগে আমীর খসরু ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখেন।
আমীর খসরু বলেন, “সাংবাদিকতার নামে যারা স্বৈরাচারের পক্ষ নেয়, তারা সাংবাদিক নয়, তারা হয়ে যায় দলীয় কর্মী। প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তির বা দলের পক্ষে কথা বলার নাম সাংবাদিকতা নয়। আমাদের সেই পথ অনুসরণ করা চলবে না।”
তিনি শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করে বলেন, “প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যারা জনগণের কথা বাদ দিয়ে স্বৈরশাসকের কথা তুলে ধরে, তারা সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ণ করে।” তিনি তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরে বলেন, “আমরা দেড় দশক ধরে লড়াই করছি সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।”
সমাবেশে ২০২৪ সালের ৫ আগস্টের দিনটির স্মৃতিচারণ করে আমীর খসরু বলেন, “আমি গত বছর এই দিনে জেলে ছিলাম। তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। জেলের মধ্যে সেনাপ্রধানের ভাষণ শুনে সবাই বুঝে ফেলেছিলাম স্বৈরাচারের পতন ঘটছে।”
তিনি বলেন, “জেলখানায় যখন খবরটা পৌঁছায়, মনে হয়েছিল একসাথে বোমা ফেটেছে। সেই সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে আমার রুমে হাজির হয়। তখন মনে হচ্ছিল আমি যেন জেলের মালিক, তারা আমার অধীনস্থ।”
তিনি আরও বলেন, “জেল ব্রেকের সম্ভাবনা তৈরি হয়েছিল। আমি হ্যান্ড মাইকে গিয়ে বলি আমি তোমাদের ছাড়া বের হব না। তখন সবাই শান্ত হয়ে যায়।”
জেলের মধ্যে সহবন্দিদের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ডিবি অফিসে অনেককে নিয়ে যাওয়া হতো, কেউ ফিরত না। সবার শরীরে নির্যাতনের চিহ্ন থাকত। সেই দৃশ্য আজও ভুলতে পারি না।”
আমীর খসরু বলেন, “বিএনপি কখনও আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি। আমাদের আন্দোলন দেশের মুক্তি, গণতন্ত্র এবং মানুষের মালিকানা ফিরিয়ে আনতে। যারা এই লড়াইয়ে জীবন দিয়েছে, তাদের ছবি বা নাম কোথাও নেই, কিন্তু তাদের ত্যাগেই আন্দোলন বেঁচে আছে।”
তিনি বলেন, “দেশ এখন মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ জানতে চায় তারা ভোট দিতে পারবে কি না, চাকরি পাবে কি না, আইনের শাসন থাকবে কি না। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, সহনশীলতা আনতে হবে। আমরা যদি এই পরিবর্তন ধারণ করতে না পারি, রাজনীতিতে কোনো ভবিষ্যৎ থাকবে না।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী নতুন বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “আওয়ামী লীগের শাসনামলে জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। কিন্তু জনগণ রক্ত দিয়ে তাদের মালিকানা পুনরুদ্ধার করেছে। খুনি হাসিনা ও তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, “বর্তমান রাষ্ট্রকাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ সম্ভব নয়। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে গণতন্ত্র ও ভোটাধিকারের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনঃ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব মুস্তাফা নঈম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাংবাদিক কামরুল হুদা, হাসান মুকুল, ওয়াহিদ জামান, মোহাম্মদ আলী, জালাল উদ্দীন রুমি, জাহাঙ্গীর আলম, জোবায়ের চৌধুরী, ইভেন মীর, নুর হোসেন মামুন, ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সিয়াম এলাহীসহ প্রমুখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...