শেখ হাসিনা ন্যায়বিচার পাবেন, বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনা ন্যায়বিচার পাবেন, বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের স্বচ্ছতা নিয়ে কোনো আপত্তি নেই জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন বলেন, আমি আমার মক্কেলের খালাস চাই। এটা স্বাভাবিক দাবি—প্রত্যেক আইনজীবীই তার মক্কেলের মুক্তিই চাইবে।’

শেখ হাসিনার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি চেষ্টা করিনি। চেষ্টা করার কোনো বিধানও নেই। ওনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেননি, এবং কোনো ধরনের সহায়তাও দেননি। প্রচ্ছন্নভাবেও কেউ কিছু করেনি। আইনগতভাবেও এর সুযোগ নেই।’

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। গণ-অভ্যুত্থান–সংক্রান্ত দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ঘোষণা করা হচ্ছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়