চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছে গিয়াস উদ্দিন কাদের
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ১১ নভেম্বর (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানান।
তিনি বলেন, দ্রুততম সময়ে দেশব্যাপী আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার চট্টগ্রাম জেলা পুলিশ ও অন্যান্য বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ।
এক অভিনন্দন বার্তায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,“দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম এর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের ঘটনায় আমি চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাবসহ অন্যান্য সকল বাহিনীর সদস্যদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “দেরিতে হলেও প্রয়োজনীয় পদক্ষেপ দৃশ্যমান হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি রাউজান অঞ্চলে অতীতের সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করবেন।
সিটিজিপোস্ট/জাউ




