কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফের নেতৃত্বে এনসিপি নেতৃবৃন্দ নবমীর দিনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, উপহার প্রদান ও ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও, চালিতাতলী, মোহরা ও বোয়ালখালীসহ একাধিক পূজা মণ্ডপে নবমীর দিনে এই কর্মসূচি পালন করা হয়। নেতৃত্ব দেন এনসিপির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জোবাইরুল হাসান আরিফ।
সেন্ট্রাল মোহরা ওয়ার্ড থেকে শুরু করে উত্তর চান্দগাঁও কুয়াইশ সর্বজনীন দুর্গাবাড়ি, চান্দগাঁও চালিতাতলী শীল মণ্ডপ ও বোয়ালখালী পৌরসভার কালীমন্দিরে এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে স্থানীয় সংগঠক ও পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।
পূজা মণ্ডপগুলোতে শুধু শুভেচ্ছা বিনিময় নয়, স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পূজার আয়োজকদের হাতে উপহারসামগ্রীও তুলে দেন নেতৃবৃন্দ।
এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বলেন, "বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে উৎসব পালন করে, এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য। পূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা চাই, প্রত্যেকে যেন নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে।"
নেতৃবৃন্দের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ে পূজা মণ্ডপের আয়োজক ও স্থানীয় নাগরিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজিবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি। ৩৩ টি ইশত...
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধ...