টেকনাফের রঙ্গীখালীর পাহাড়ে সশস্ত্র ডাকাতদের আস্তানায় বিজিবির অভিযান, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহিন পাহাড়ে সশস্ত্র ডাকাতদের একটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও হ্নীলা বিওপির যৌথ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে টেকনাফের রঙ্গীখালীর পাহাড়ি এলাকাগুলোতে মাদক কারবারি, সশস্ত্র ডাকাত, অপহরণকারী ও গুমকারীরা ঘাঁটি গেড়ে রেখেছে—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিকেল ৬টার দিকে যৌথ টহল দল গহিন পাহাড়ে অভিযান শুরু করলে টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত একটি আস্তানায় তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা উদ্ধার করেন—একটি বিদেশি রিভলভার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, একটি একনলা গাদা বন্দুক, তিন রাউন্ড ছড়াগুলি, পাঁচটি খালি গুলির খোসা, একটি এলজি গান, একটি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি লম্বা কিরিচ, দুটি রামদা।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, "সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এই অস্ত্রগুলো সন্ত্রাসী কার্যক্রম ও অপহরণের জন্য ব্যবহার করা হতো। ডাকাতদলকে ধরতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।"
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে, বলেও জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় টেকনাফ ও হ্নীলা অঞ্চলের পাহাড়ি এলাকা দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত। বিজিবি ও অন্যান্য বাহিনীর নিয়মিত অভিযানে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।