চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এই গঠনতন্ত্র অনুমোদিত হয়।
সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, ভোটার ও প্রার্থী হওয়ার জন্য শিক্ষার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, সংসদের কার্যকাল এক বছর এবং কার্যনির্বাহী কমিটি ২৮ সদস্যবিশিষ্ট হবে।
গঠনতন্ত্রে বলা হয়েছে, চাকসুর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, নেতৃত্বের গুণাবলি সৃষ্টি ও বিকাশ করা এবং তাদের অধিকার আদায়ের বিষয়ে কার্যকর ভূমিকা রাখা। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখাও চাকসুর অন্যতম উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভোটার বা প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন ছাত্র হতে হবে, যিনি ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পর স্নাতক, স্নাতকোত্তর, এম.ফিল বা পিএইচ.ডি পর্যায়ে অধ্যয়নরত। এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার দিনে প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না। প্রার্থীকে আবাসিক হলে অবস্থান করতে হবে বা হলের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত বার্ষিক সদস্যপদ ফি পরিশোধ করা থাকতে হবে। তবে সন্ধ্যাকালীন কোর্স, এক্সিকিউটিভ মাস্টার্স, ডিপ্লোমা, সার্টিফিকেট বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বা সংযুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
কার্যনির্বাহী কমিটি ২৮ সদস্যের হবে, যার মধ্যে পাঁচজন হবেন নির্বাহী সদস্য এবং বাকি ২৩ জন নির্বাচিত হবেন। উপাচার্য পদাধিকারবলে সংসদের সভাপতি থাকবেন। তবে তিনি চাইলে যেকোনো একজন উপ-উপাচার্য অথবা উপ-উপাচার্য অনুপস্থিত থাকলে কোনো অধ্যাপককে সভাপতি হিসেবে মনোনীত করতে পারবেন। একইভাবে, সভাপতি শিক্ষকদের মধ্য থেকে একজন কোষাধ্যক্ষও মনোনীত করবেন।
নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবে সভাপতির ওপর। তিনি নিজে বা তার মনোনীত কোনো ব্যক্তি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন আয়োজন, তারিখ ও সময় নির্ধারণের বিষয়েও সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে। নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিটিও গঠন করা হবে।
সিটিজিপোস্ট/এমএইচডি