ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইসরায়েল তাঁকে ও দেশের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে বোমা হামলা চালিয়েছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইসরায়েল তাঁকে ও দেশের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে বোমা হামলা চালিয়েছিল।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার রোববারের (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গত সপ্তাহে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন—১২ দিনের যুদ্ধ চলাকালে তিনি ও ইরানের শীর্ষ নেতারা একটি স্থানে বৈঠকে অংশ নিচ্ছিলেন। সেই বৈঠকের স্থানেই ইসরায়েল বোমা হামলা চালায়, যার উদ্দেশ্য ছিল তাদের নিধন করা।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানিসহ অন্য কর্মকর্তারাও পৃথকভাবে একই দাবি করেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে সেই হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু না জানালেও, প্রেসিডেন্টের সরাসরি বক্তব্য এই অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে।
বোমা হামলার নির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন ঘটনা অঞ্চলজুড়ে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য অভিযোগ ইরান-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং এতে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
সিটিজিপোস্ট/এসএমএফ