রাশিয়ার কামচাটকা অঞ্চলে অবস্থিত বহু শতাব্দী ধরে সুপ্ত থাকা ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি হঠাৎ করে ছয় কিলোমিটার উচ্চতায় ছাইয়ের কুণ্ডলী ছুড়ে দিয়েছে। প্রায় ৫০০ বছরের বেশি সময় পর এই অগ্ন্যুৎপাতে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এর সঙ্গে গত সপ্তাহে ওই অঞ্চলে আঘাত হানা ৮.৮ মাত্রার ভূমিকম্পের সম্পর্ক থাকতে পারে।
রুশ সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অগ্ন্যুৎপাতের ছবি ও তথ্য সরবরাহ করেছে ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আশপাশের জনবসতির জন্য এই অগ্ন্যুৎপাত তেমন কোনো হুমকি সৃষ্টি করেনি।
অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা পর কামচাটকায় আবারও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে উপদ্বীপের তিনটি এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। যদিও ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ১৮ সেন্টিমিটার (৭ ইঞ্চি), তবুও বাসিন্দাদের উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এদিকে, কামচাটকা ভলকানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে জানিয়েছেন, কুরিল দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির সর্বশেষ অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছিল ১৫শ শতকে। তার মতে, সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের সঙ্গে ৮.৮ মাত্রার ভূমিকম্পের পারস্পরিক সম্পর্ক থাকতে পারে।
রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এই কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প বলয়ের অংশ। ভূকম্পন এবং অগ্ন্যুৎপাতপ্রবণ এই অঞ্চলে এর আগেও বহুবার এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর কয়েক সপ্তাহ জুড়ে আফটারশক বা পরাঘাত চলতে পারে। ইতোমধ্যে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববারও কুরিল দ্বীপপুঞ্জে ৭.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা পূর্ববর্তী কম্পনের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৬ আগস্ট, ২০২৫
রুশ জ্বালানি তেল সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করার অভিযোগে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৬ আগস্ট) একটি নির্বাহী আদেশ জারি করে তিনি এই ঘোষণা দেন। এই অতির...
৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৩ আগস্ট, ২০২৫
৩ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
রুশ জ্বালানি তেল সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করার অভিযোগে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় ভারতের অবস্থান দুর্বল হ...