সোমবার, ২১ জুলাই। প্রতিদিনের মতোই দুই ভাই তানভীর ও তাশরিফ একসাথে স্কুলে যায়। স্কুল শেষে ছোটভাই তাশরিফ বাসায় ফিরলেও বড়ভাই তানভীর কোচিং ক্লাসের জন্য থেকে যায়। কিন্তু সেই ক্লাসই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়।
দুপুর একটার কিছু পর হঠাৎ করে দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। মুহূর্তেই আগুন, ধোঁয়া ও আর্তনাদ ছড়িয়ে পড়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছেই ঘটে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে পুড়ে যায় তানভীর আহমেদের শরীর। অন্যদের সঙ্গে তাকেও উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুই ছেলের মধ্যে বড় তানভীর ছিলেন অষ্টম শ্রেণির ছাত্র। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাত (নয়াপাড়া) গ্রামে। বাবা রুবেল মিয়া একজন ব্যবসায়ী। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি প্রায় দশ বছর ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। তানভীরের এমন করুণ মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গোটা গ্রামে এখন শুধুই স্তব্ধতা আর কষ্টের ভার।
তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে তানভীরের নিখোঁজ থাকার খবর পেয়ে পরিবার ছুটে যায় দিয়াবাড়িতে, পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার লাশ শনাক্ত করা হয়।
এই মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছো শোকের ছায়া।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...